আমাদের গান দেখে ড্যাডি-মাম্মি বলে ছেলে উচ্ছ্বাস করে: বুবলী

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় স্টার কিড শেহজাদ খান বীর। বাবা শাকিব ও মা বুবলীর তারকাখ্যাতির সুবাদে ছোট্ট বীরও তারকা বনে গেছে। তাকে ঘিরে নেটিজেনদের আগ্রহের কমতি নেই। সোশ্যাল মিডিয়ায় বীরের ছবি পোস্ট করা মাত্রই সেটি ভাইরাল হয়ে যায়।

সম্প্রতি এক বেসরকারি টিভির অনুষ্ঠানে উপস্থিত হয়ে ছেলেকে নিয়ে বুবলী বলেন, ‘শেহজাদ তার বাবার মতো। আমি গল্প শুনেছি… পরিবারের সবাই বলে একদম মাসুদের মতো, বাড়িতে উনাকে (শাকিব খান) সবাই মাসুদ নামে ডাকে।’

বুবলী আরও বলেন, শেহজাদের সঙ্গে সময় কাটানোর সময় সেও (শাকিব) তিন বছরের হয়ে যায়। বাবার সঙ্গে শেহজাদ ফুটবল খেলে, দাবা খেলে, গাড়িতে ঘুরতে বের হয়, লুকোচুরি খেলে। আমি যখন এগুলো দেখি, মনে হয় দুইটা বাচ্চাকে দেখছি। শেহজাদ তার বাবার সঙ্গে সময় কাটাতে বেশি ইনজয় করে।

ছেলের বিষয়ে এই নায়িকা আরও বলেন, কার্টুন দেখার সময় অনেক সময় ইউটিউবে আমাদের মুভির গানগুলো চলে আসে তখন সে ড্যাডি-মাম্মি বলে উচ্ছ্বাস করে।

শ্বশুর-শাশুড়ি অনেক ভালো মনের মানুষ বলেও অনুষ্ঠানে জানিয়েছেন বুবলী।