সাদিয়া পারভীন প্রভা, বাংলাদেশের জনপ্রিয় এক অভিনেত্রী তিনি। দীর্ঘ অনেক বছর ধরেই কাজ করে যাচ্ছেন তিনি বাংলাদেশের ছোট পর্দায়। সম্প্রতি প্রভা মুখোমুখি হয়েছিল সাংবাদিকদের। সেখানে তিনি অনেক কথা বলেন।বিশেষ করে দেশের একজন নামকরা সাংবাদিক প্রভার গায়ে দিয়েছিলো হাত এটা সবার সামনেই জানিয়ে দিলেন তিনি গতকাল।
গতকাল শনিবার (১ এপ্রিল) বিকেলে অভিনয় শিল্পী সংঘ আয়োজিত সংবাদ সম্মেলনে খোলামেলা কথা বলেন প্রভা।
ব্যক্তিগত জীবনে তিক্ত ঘটনার পর অনেক ক্ষতিপূরণ দিতে হয়েছে এই অভিনেত্রীকে। তবে মানসিকভাবে শক্ত থাকার কারণে হারেননি তিনি। স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। তবে মিডিয়ার সঙ্গে তার সম্পর্ক ছিল শীতল।
অভিনয় শিল্পী সংঘ আয়োজিত অনুষ্ঠানে এসে ভালো কাজ করছেন উল্লেখ করে প্রভা বলেন, “এখানে এসে খুব ভালো লাগছে। আমি সমিতির কাছে কৃতজ্ঞ।’
সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা তুলে ধরেন প্রভা। তিনি বলেন, আমি যখন ডিভোর্স পেপার দাখিল করি, তখন আমি আমার বাবা-মাকে বলছিলাম যে এটা আমার পাওনা। আমি কেন পারব না? এটা ঠিক না. আমি এটা ধর্মীয় বা আইনগতভাবে পাই। সাংবাদিকরা আমাকে সাহায্য করলে আমি সবকিছু করতে পারতাম। কেন তোমার সাথে এই দূরত্ব বলো?
প্রভা বলেন, একজন সাংবাদিক আমি সেদিন উবার নিয়েছিলাম, আমার গাড়ি ছিল না, ভাই মানুষ, তিনি আমার পাশে বসেছিলেন। সে বলল আমাকে এয়ারপোর্টের সামনে নামিয়ে দাও।
সে কথা বলতে বলতে আমার পায়ে হাত রাখছে। আমার সহকর্মীরা কেউ আমার পা ছুঁবে না। আমি তখনই তাকে বললাম কেন তুমি আমার গায়ে হাত দিয়েছ? সে দুঃখিত বলল। সে আমাকে তার বন্ধু মনে করে। আমরা বন্ধু হলেও আমাদের মধ্যে একটা সীমাবদ্ধতা আছে।
তিনি বলেন, সেদিন তিনি আমাকে সরি বলেছিলেন। খুব বিখ্যাত সাংবাদিক। এর পর আমি তার সম্পর্কে জানি না। তবে নিশ্চয়ই নিজের ভুল বুঝতে পারেননি। তার মনে ক্ষোভ ছিল। এটি একরকম প্রকাশ করেছে। তাহলে আমি কিভাবে আপনার সাথে সৎ হতে পারি?
প্রভা বলেন, “কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় বলেছিলাম, আমার সঙ্গে কথা না বলে নিউজ করবেন না। আমরা ধর্মীয় আচার-অনুষ্ঠানও পালন করার চেষ্টা করি। রোজার সময় যেমন আমাদের মন নরম থাকে। সেই সময়ে সবার ক্ষমা চাওয়া উচিত যদি তারা কারো হৃদয়ে আঘাত লাগে।সেই সময় আমি তা ঠিক করে ক্ষমা চেয়ে স্ট্যাটাস পোস্ট করি।তারপর কানে এলো,এটা খবর,অবশেষে প্রভা সবার কাছে ক্ষমা চাইলেন।আমি কেন ক্ষমা চাইব?আমার মনে হয় এই সমাজের আমার কাছে ক্ষমা চাওয়া উচিত।
তিনি বলেন, ‘এরপর অনেকেই বলেছেন যে আমি আসলে সাবার মনোযোগ চাই। এজন্যই এই স্ট্যাটাস দিলাম। প্রতিনিয়ত আমার সাথে এমন করা হচ্ছে। আমার সাথে কোনোভাবে অন্যায় করা হলেও আমি প্রতিবাদ করতে পারি না।
সবশেষে প্রভা তার সহকর্মীদের ধন্যবাদ জানান এমন একটি অনুষ্ঠান আয়োজনের জন্য। তিনি সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন।
প্রসঙ্গত, একটা সময়ে দেশের মিডিয়া জগৎ থেকে ছিটকে যান প্রভা। নিজের একটি স্ক্যান্ডাল ভাইরাল হওয়ার পর থেকেই তিনি একেবারেই সরে যান মিডিয়া জগৎ থেকে। তবে অনেক বছর পর আবারো তিনি নিজের সব টুকু শক্তি নিয়ে ফায়ার আসেন মিডিয়া জগতে। এখন কাজ করে যাচ্ছেন পুরোদমে।