ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের দায়ের কর মামলায় শনিবার (১৮ মার্চ) দুপুরে গ্রেফতার হয়েছিলেন। এরপর তাকে দ্রুত সময়ের মধ্যে কারাগারেও পাঠানো হয়।
তবে বিকালে জামিন পান এই অভিনেত্রী। এদিকে জামিনের পর মাহির প্রসঙ্গে সরব হলেন চিত্রনায়িকা পরীমণি। বছর দেড়েক আগে তিনি র্যাবের দায়ের করা মামলায় কারাভোগ করেছিলেন। ফলে তার বার্তা-প্রতিবাদ বিশেষত্ব বহন করে।
চিত্রনায়িকা পরীমণি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এটা কোনো কথা না ভাই। চুপ করে থাকতে থাকতে কখন যে বোবা হয়ে যাব আমরা! দেখছেন মাহির দিকে। বুক কাঁপল না আপনাদের! তিনি আরও লেখেন, একজন অন্তঃসত্ত্বার এই শারীরিক ও মানসিক ধকলের দায়ভার কে নিচ্ছে তাহলে! আইনের এই খেলা বন্ধ হোক।
ইতোমধ্যে প্রেগনেন্সি ও সেলিব্রেটি বিবেচনায় জামিন পেয়েছেন মাহি। এদিন (১৮ মার্চ) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৫-এর বিচারক ইকবাল হোসেন এই আদেশ দেন।