একবার চলে আসলে আর ফিরেও তাকাই না: পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। ক্যারিয়ার বা ব্যক্তিগত জীবন যাই হোক না কেন, তা ফেসবুকে প্রকাশ করে থাকেন তিনি। এই তো, গত বছরের শেষ দিনে রাজের সঙ্গে বিরোধের কথা প্রকাশ করে বিচ্ছেদের কথা জানিয়েছিলেন। যদিও তারা পরে একসঙ্গে ফিরে আসে।

সোমবার (৩ এপ্রিল) এ অভিনেত্রী ফেসবুক ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে তাকে একটি পুকুরপাড়ে উদাস মনে বসে থাকতে দেখা যাচ্ছে। প্রকৃতির সবুজের মাঝে থেকে তোলা সুন্দর ছবি পোস্ট করলেও দ্বিধা বাধে নায়িকার ক্যাপশনে।

পরীমণি ক্যাপশনে লেখেন, ‘সাধারণত আমি মানুষকে ভুল শুধরে নেয়ার জন্য তাদের চাওয়া অনুযায়ী সময় দেই। কিন্তু যখন কোনো কিছু থেকে একবার আমি চলে আসি, তখন আর ফিরেও তাকাই না।’

এদিকে হঠাৎ কেন ছবির ক্যাপশনে এমনটা লিখলেন,? তাহলে কি স্বামীর সঙ্গে আবারও কোনো সমস্যায় জড়িয়েছেন তিনি? মনের মাঝে এসব প্রশ্ন থাকলেও প্রশ্ন রাখার সুযোগ নেই নেটিজেনদের। কারণ, অভিনেত্রীর পোস্টে মন্তব্যের অপশন বন্ধ রাখা হয়েছে।