এবার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব খান ও বুবলী অভিনীত সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’।
এবার জানা গেল, এই ঈদে প্রেক্ষাগৃহে আসছে অপু বিশ্বাসের সিনেমাও। মুক্তি পাচ্ছে ‘প্রেম প্রীতি বন্ধন’ সিনেমাটি। এতে অপুর বিপরীতে আছেন জয় চৌধুরী। এরই মধ্যে শুরু হয়েছে হল বুকিংয়ের কাজ। বিষয়টি নিশ্চিত করেছেন অপু বিশ্বাস ও জয়।
জয় বলেন, ‘এটা আনন্দের যে এই ঈদে আমাদের ছবি আসছে। ঈদের দর্শকরা আমার ও অপু বিশ্বাসের “প্রেম প্রীতি বন্ধন” ছবিটি দেখবে। ঈদে ছবি মুক্তি যে কোনো নায়ক বা শিল্পীর জন্য স্পেশাল। আমার খুবই আনন্দ হচ্ছে। অনেক প্রতিযোগিতা হবে ঈদে। অনেক ছবি আসবে। আশা করি, আমাদের ছবিটি উপভোগ করবে দর্শক।’
গেল সপ্তাহে সেন্সর হয়েছে ‘প্রেম প্রীতি বন্ধন’। প্রায় ২০টির মতো হল চূড়ান্ত হয়েছে। উপমা কথাচিত্রের প্রযোজনায় এর মাধ্যমে প্রথমবার বড়পর্দায় দেখা যাবে জয় চৌধুরী ও অপু বিশ্বাস জুটির রসায়ন। সিনেমাটি পরিচালনা করছেন সোলায়মান আলী লেবু।
অপু-জয় ছাড়াও এতে অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ। এতে দিলরুবা খানের কণ্ঠে নব্বই দশকের কালজয়ী গান ‘পাগল মন’ও ফিরে আসবে নতুন আঙ্গিকে।