বঙ্গবাজারে আগুনে পুড়ে যাওয়া পোশাক কিনছে স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন। কিনে নেওয়া এই পোশাকগুলো বিনামূল্যে অসহায় মানুষের মাঝে বিতরণ করবে সংস্থাটি। আগুনে পুড়লেও পোশাকগুলো যেন পরার উপযোগী হয়। মঙ্গলবার (৪ এপ্রিল) ফেসবুক পেজে এই ঘোষণা দেয় বিদ্যানন্দ।
Pause
Unmute
Close PlayerUnibots.in
এতে বলা হয়, আগুনে দাগ লেগে যাওয়া একটা কাপড় কি আপনার ঈদের বাজেট থেকে কিনতে চাইবেন? একটু দাগ না হয় থাকছে কাপড়ে, কিন্তু একটা সংসারের কষ্টের দাগ তো মুছবে! বিক্রির অনুপযোগী কিন্তু পরার উপযোগী, এমন কাপড় বিদ্যানন্দ কিনে নিতে চায় বিনামূল্যে বিতরণের জন্য। পরিবেশগত কারণে এগুলোর ব্যবহার নিশ্চিত চাই। যারা এ ধরনের পোশাক বিক্রি করতে আগ্রহী তাদের কয়েকটি নম্বরে যোগাযোগের অনুরোধ করেছে স্বেচ্ছাসেবী সংস্থাটি।
এগুলো হলো: বিকাশ (মার্চেন্ট): 01878116230 (counter no: 1) বিকাশ (ব্যক্তিগত): 01708521955, 01708521956।
নগদ (মার্চেন্ট): 01631554646 (counter no: 1) রকেট (ব্যক্তিগত): 017141180737, Biller ID 151 পেপল – donate@bidyanondo.org See less।