মঙ্গলবার রাজধানীর ঐতিহ্যবাহী মার্কেট বঙ্গবাজারে ভ;য়াবহ অ;গ্নিকা;ণ্ডের ঘটনা ঘটেছে। এতে অসং;খ্য দোকান পু;ড়ে ছাই হয়ে গিয়েছে। যার ফলে নিঃস্ব হয়েছেন হাজার হাজার মানুষ।
ফায়ার সাভির্সের ৫০টি ইউনিটের অ;ক্লান্ত প্রচেষ্টায় দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা পর আ;গু;ণ নিয়ন্ত্রণে এসেছে। অ;গ্নিকা;ণ্ডে ক্ষ;তিগ্র;স্ত;দের স;হমর্মিতা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মর্তুজা।
মঙ্গলবার নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে এ বিষয়ে এক পোস্ট করেন মাশরাফী। সেখানে অ;গ্নিকা;ন্ডে ক্ষ;তিগ্রস্থ;দের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি লিখেছেন, ‘বঙ্গবাজারে ভ;য়া;বহ অ;গ্নিকা;ণ্ডে ক্ষ;তিগ্র;স্তদের প্রতি সহমর্মিতা। যে ক্ষ;তি হয়েছে সেটি অপূ;র;ণীয়। কান্না ও আ;র্তনাদ সামলে আবারও ঘুরে দাঁড়া;নোর প্র;ত্যাশা করছি। মহান আ;ল্লাহ আপনাদের র;ক্ষা করুন।’
এর আগে সকাল ৬টা ১০ মিনিটে ছড়িয়ে প;ড়া আ;গুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভি;সের কমপক্ষে ৫০ ইউনিট কা;জ করে। বঙ্গবাজারের টিনশেড দোতলা মা;র্কেটটি পুরো;পুরি ধ্বংস;স্তূপে প;রিণত হয়েছে।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, বিমান ও নৌবাহিনী ও বিজিবির চে;ষ্টায় সাড়ে ৬ ঘণ্টা পর আ;গুন নিয়;ন্ত্রণে আসে। এ বিষয়ে দুপুর ১টার পরে ব্রি;ফ করা হবে।
ভ;য়াব;হ আ;গুন নিয়;ন্ত্রণ আনতে প্রথম দিকে দেখা দেয় পানির সংকট। পরে আ;গুন নেভাতে হা;তিরঝিল থেকে পানি সং;গ্রহ করা হয়। আ;গুন নেভাতে বিমানবা;হিনীর হেলিকপ্টার দিয়ে ওপর থেকে পানি ফেলা হয়। গাজীপুর ও নারায়ণগ;ঞ্জ থেকেও যোগ দেয় ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট।
আ;গুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে বেশ কয়েকজন দমক;লকর্মী ;আ;হত হন। প্রথমে তারা বঙ্গবাজারের সাততলা এনে;ক্স মা;র্কেট ভ;বনে প্রবেশ করেন। সেখানেও আগুন ছড়িয়ে পড়লে তারা আটকা পড়েন। খবর পেয়ে তাদের আহ;;তাবস্থায় সেখান থেকে বের করে আনা হয়। তাদের ঢাকা মেডিকেল এবং শেখ হাসিনা বার্ন ইনস্টি;টিউটে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, আইনশৃ;ঙ্খলা পরি;স্থিতি স্বাভাবিক রাখতে ঐ এলাকায় ছয় প্লা;টুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়। বিজিবি সদর দ;ফ;তরের জনসং;যোগ ক;র্মক;র্তা মো. শরিফুল ইসলাম গণ;মাধ্যমকে বিষয়টি নি;শ্চিত করেন।
আ;গুন লা;গার খবরে সকাল থেকেই ঘটনা;স্থলে ভিড় করছেন উ;ৎসুক জনতা। এছাড়া ব্যবসা;য়ী ও তাদের স্ব;জনরাও উ;দ্বেগ-উৎ;কণ্ঠা নিয়ে ঘটনাস্থলে অব;স্থান করছেন। কয়েক হাজার মানুষ এক;সঙ্গে ভিড় করায় প্রথম দিকে আ;গুন নি;য়ন্ত্রণে কি;ছুটা বেগ পেতে হয়।